রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি ওই ভবনের কেয়ারটেকার ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। আহতদের একজন সাওদা সিদ্দিক মেহা (২৪)। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
আহত মেহা বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘হেলমেট পরা ছিল আমার। হঠাৎ দেয়াল ভেঙে পড়ে। কংক্রিটের আঘাতে হেলমেট চৌচির হয়ে গেছে। মাথায় আঘাত লাগেনি। আল্লাহ হেলমেটের উসিলায় বাঁচিয়ে দিলেন। তবে ঘাড় ও পিঠে আঘাত পেয়েছি।’
শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দু্নজনসহ নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেন।
মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু
২ দিনে ডিএমপির ৩৭০৫ মামলা, ৬১০ গাড়ি ডাম্পিং