ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যাত্রাবাড়ীতে গ্রেনেডসদৃশ ৪ বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেনেডসদৃশ চারটি বিস্ফোরকসহ ফয়সাল খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানায়, রোববার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে বিকেল সোয়া ৩টার দিকে ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেনেডসদৃশ ৪টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ফয়সাল খান (৩০) মাদারীপুরের শিবচর উপজেলার কাচারিকান্দি গ্রামের মো. ফারুক খানের ছেলে। অভিযানে তার শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটি পিন ও রিং যুক্ত কালো রঙের ৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ইঞ্চি ব্যাসবিশিষ্ট আনুমানিক ৩১০ গ্রাম ওজনের গ্রেনেড সদৃশ চারটি বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল খান স্বীকার করেছেন যে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা, জনগণের জানমাল ক্ষতি ও জনমনে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে এসব বস্তু নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

AHA
আরও পড়ুন