ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগ কর্মী আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

রাজধানীতে অটোরিকশায় এসে ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে

এ সময় তার থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আটক ছাত্রলীগ কর্মীর নাম মো. নাইম (২২)। 

‎স্থানীয়রা জানান, মিরপুর ১৪ নম্বরে কাফরুল থানার সামনে প্রধান সড়কে অটোরিকশায় করে একজন এসে ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে অটোরিকশাসহ একজনকে আটক করে তার কাছ থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়।

কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকালে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কাফরুল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

AHA
আরও পড়ুন