ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিরপুর সড়ক বন্ধ, স্লোগান চলছে আন্দোলনকারীদের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

ধানমন্ডি-৩২ এর সামনে থেকে শেখ মুজিবের বাড়ি ভাঙতে আসা লোকজনকে সরিয়ে দেওয়ার পর নিউমার্কেট থেকে মিরপুরগামী সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ধানমন্ডি লেকের সামনের মোড়ে দুটি অংশে ভাগ হয়ে যানবাহন একটি রাস্তায় চলাচল করছে। 

অন্যদিকে ধানমন্ডি ৩২ এর বন্ধ সড়কে সেনাবাহিনীর সদস্যরা ও আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা এখন ‘লীগ ধর, জেলে ভর’ বলে স্লোগান দিচ্ছে।

এর আগে দুপুর ১ টা ৯ মিনিটে ধানমন্ডি ৩২ পূর্ব পাশের প্রবেশ মুখে অবস্থানকারী জুলাই যোদ্ধা থেকে শুরু করে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী।

এর কিছুক্ষণ পর ধানমন্ডি ৩২ এর প্রবেশ মুখে অবস্থান নিয়েছে সেনা বাহিনী। তাদের পাশাপাশি আছে র‌্যাব। আশপাশের পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। অন্যদিকে আবারও জড়ো হয়ে মিরপুর সড়কে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। 

দুপুর ১২ টার দিকে আন্দোলনকারীরা দুটি এক্সাভেটর নিয়ে আসে। একটি আসে নিউমার্কেট থেকে, আটেকটি শ্যামলীর দিক থেকে আনা হয়। 

দুপুর পৌনে একটার দিকে আন্দোলনকারীরা এক্সাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ এ প্রবেশ করতে চাইলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এসময় ত্রিমুখী সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড মারে।

SN
আরও পড়ুন