বিজয়নগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

LH/FJ