মারা গেছেন গুলিবিদ্ধ সেই যুবদল নেতা 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ এএম

কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র গুলিতে গুরুতর আহত যুবদল নেতা ফারুক অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার ভোরে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত ফারুক লাইফ সাপোর্টে ছিলেন।

৯ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে মুখোশধারী অস্ত্রধারীরা যুবদল নেতা ফারুক এবং আরেক নেতা সাইফুল ইসলামের ওপর গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে দুজনেই রক্তাক্ত হন। তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফারুককে ঢাকায় স্থানান্তর করা হয়। সাইফুল বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দলীয় সূত্রে জানা যায়, ফারুক ও সাইফুল দুজনই বিএনপির যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এদিকে ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশ বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্টে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তবে হামলার মূল পরিকল্পনাকারী কারা, তা এখনো স্পষ্ট নয়।

HN
আরও পড়ুন