সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন প্রাঙ্গণে উক্ত খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, সুবেদার
মেজর ওয়াহিদুল ইসলামসহ বিজিবি সদস্যরা।
এ সময় ২০০ জন গরীব অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে উন্মুক্ত
চিকিৎসা সেবা দেয়া হয়।
