নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমি সংক্রান্ত কারণে ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল আজিজ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল আজিজের সঙ্গে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম-উত্তর পাশে ভুট্টা লাগানো নিয়ে মারামারি হয়। একপর্যায়ে নুর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় আঘাত করেন। এতে আব্দুল আজিজ আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পলাতক রয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
