আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে গণহত্যার রাজনীতি। আগুন দিয়ে মায়ের কোলের নিষ্পাপ শিশু হত্যা করা।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সেলিম বলেন, আওয়ামী লীগ মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দল। এই দল এবং শেখ হাসিনার কাছেই দেশের মানুষ নিরাপদ। আর এদেশের ক্ষতি যদি কেউ করে থাকে, তারা হলো জিয়া মুশতাক। খুনিরা খুন করে নিজেদের স্বার্থ হাসিল করে। কিন্তু দেশের কোনো মঙ্গল করতে পারে না। খুনিদের কোনো দল নেই।
সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মল্লিকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার।
