ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি)  সকালে এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায় এবং বাকি দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ট্রাকটিকে আটক করা হয়েছে।

SN
আরও পড়ুন