মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র আব্দুল্লাহ রাব্বি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে ওই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।
নিহত আব্দুল্লাহ রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
জানা যায়, সদর উপজেলার পুটাইল গ্রামে লক্ষ্মীপূজা উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সেই মেলায় বেড়াতে যায় রাব্বি নামের ওই কিশোর। আনুমানিক রাত ৮টার দিকে দুর্বৃত্তরা রাব্বির পেছন থেকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাত পৌনে ১১টার দিকে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন, এরই মধ্যে আমরা তদন্ত শুরু করেছি। পারিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলমান আছে।
মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে চারটি করে আসন দাবি