ভোটারবিহীন, একদলীয় ডামি নির্বাচন বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামনে থেকে কালো পতাকা মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট শরীফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জুয়েল।
