ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

রোজার আগে ভীষণ চাপ পড়েছে মহাসড়কগুলোতে। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত দুই লেনেই প্রায় ১৭ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে রাজধানীতে আসা লোকজন বিপাকে পড়েছেন।

বুধবার (৬ মার্চ) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত যানজট নিরসন হয়নি।

টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকেতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটারজুড়ে দুই লেনেই যানবাহনের মারাত্মক চাপ রয়েছে। তবে এলেঙ্গা থেকে রাজধানীর পথে লেনে তেমন একটা চাপ নেই। দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গ এবং ঢাকাগামী যানবাহনগুলো এলেঙ্গা থেকে ভুঞাপুর-তারাকান্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে।

যানবাহনের চালকরা জানান, সড়কে হঠাৎ করেই যানবাহনের চাপ বে‌শি থাকায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এছাড়া প্রায়ই ভোর থেকেই এই সড়কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তিতে পড়তে হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুই লেনে যানজট দেখা দিয়েছে। এতে মন্থর গতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশও দায়িত্ব পালন করছে। দুপুরের আগেই যানজট নিরসন হয়ে যাবে।

 

 

MB/SA