ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুসিক মেয়র তাহসীন বাহারকে গণসংবর্ধনা 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাহসীন বাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররা। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠনের নেতারা ফুল নিয়ে শুভেচ্ছা দিতে আসেন।  

তাহসীন বাহারের পিতা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুকসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
তাহসীন বাহার সিটি করপোরেশনের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চান তিনি।

এ সময় তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতা, যানজটসহ সব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করব।’

 

MN/MR/AS
আরও পড়ুন