নির্বাচনী প্রচারণায় গিয়ে হিটস্ট্রোকে আ’লীগ নেতার মৃত্যু 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৭ পিএম

বাকেরগঞ্জ উপজেলায় তাপদাহে নির্বাচনী প্রচারনা গিয়ে হিটস্ট্রোকে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানান বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার।

মৃত রিয়াজুল ইসলাম উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রাজিব আহমেদ বলেন, আমার নির্বাচনের প্রচারে দুপুরে অন্য নেতাকর্মীদের সঙ্গে কলসকাঠি বাজারে আসেন রিয়াজুল ইসলাম। পরে বাসায় ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বলেন, রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ পাওয়া যায়নি।

AS
আরও পড়ুন