ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজে দগ্ধ ৩

আপডেট : ০১ মে ২০২৫, ০২:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি ডাইং কারখানায় গ্যাসলাইন লিকেজে তিনজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩৪ দগ্ধ ও একজনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি দেওয়া হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

SN
আরও পড়ুন