ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুমিল্লায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উৎসব শুরু

আপডেট : ২৫ মে ২০২৫, ১১:০৫ এএম

‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় উৎসব উদযাপন শুরু হচ্ছে আজ। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৫ মে) অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী। উদ্বোধনী দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

আজ বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধনী থাকছে আলোচনা সভা, নজরুল পুরস্কার ২০২৩-২০২৪ এর পুরস্কার বিতরণ, পুরস্কারপ্রাপ্ত গুনীজনদের অনুভূতি প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দ্বিতীয় ও শেষ দিনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এদিকে জাতীয় পর্যায়ে কবির জন্মদিন উদযাপনের জন্য জেলা শিল্পকলা একাডেমিকে বর্ণীল সাজে সজ্জিত করা হয়েছে। একাডেমির সামনে স্থাপিত চেতনায় নজরুল ম্যুরালটি সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসন কুমিল্লার ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার সহযোগিতায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। 

SN
আরও পড়ুন