মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে চুরির অভিযোগে সজল মোল্লা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। নিহত সজল মোল্লা মাগুরা সদর উপজেলার আলাইপুর পূর্ব পাড়া গ্রামের শরিয়ত মোল্লার ছেলে।
এ ব্যাপারে সজলের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, রোববার সকালে খবির মুন্সি, তাঁর ছেলে ও ভাতিজারা মিলে চুরির অভিযোগে সজলকে ধরার চেষ্টা করেন। পরে তারা বিকেল ৫টার দিকে আলাইপুর কালিতলা এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায়। এর পর তারা সজলের উপর প্রচণ্ড মারধর করে। পরে রাত ১০টার দিকে সজলের অবস্থার অবনতি হলে খবির মুন্সিরা তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পর সেখানে সজলের মৃত্যু হয়।
পুলিশ হেফাজতে থাকা খবির মুন্সি দাবি করেন, সজল তার বাড়ি থেকে সাত হাজার টাকা চুরি করেছিল।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তারাগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪