ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের ছয় সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

সোমবার (১১ আগস্ট) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা সবসময় জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়ছেন। দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা চলমান, যা রোধে আমাদের শক্ত অবস্থান ঘোষণা করা জরুরি। সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের ছয় সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা করা হয়েছে, যদিও তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। মামলা থেকে তাদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হলেও পুলিশ তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়।   

মানববন্ধনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, বাংলা ভিশন ও ইনকিলাবের সিনিয়র জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী, মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল প্রমুখ বক্তব্য দেন। 
 

LH/MMS
আরও পড়ুন