ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বরগুনায় দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ১০

আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:৪২ পিএম

বরগুনার আমতলী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ জুন) দুপুর ২ টায় মাদারীপুর থেকে বরযাত্রীসহ একটি মাইক্রোবাস হলদিয়া থেকে আমতলী আসার পথে একটি সেতু ভেঙে খালে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থলে থাকা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় নারী-শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

MHR/WA
আরও পড়ুন