ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিরোজপুরে আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া  ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর সদর থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়া নতুন বাজার এলাকায়  বিএনপির পোষ্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানার একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের পরে রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Fj
আরও পড়ুন