ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে কিশোর নিখোঁজ

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে। তিনি খুলনা থেকে আসা ৭  সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটা বেড়াতে আসেন। সোমবার (৪ আগস্ট) রাতে তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে দলের ৫ সদস্য সাগরে গোসলে নামলে সামাদও তাদের সঙ্গে নামেন। তবে সাঁতার না জানায় তিনি উঁচু ঢেউয়ের তোড়ে ভেসে যান। বাকিরা কোনোভাবে তীরে ফিরতে সক্ষম হলেও সামাদ নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দা হারুন বলেন, ছেলেটি পানিতে হাত নাড়িয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগিয়ে যাওয়ার আগেই সে তলিয়ে যায়।

নিখোঁজ কিশোরের সঙ্গী সেলিম রেজা বলেন, আমরা একসঙ্গে আনন্দ ভ্রমণে এসেছিলাম। এমন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবো, ভাবতেই পারিনি। সবাই খুব চিন্তিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। এখনও তল্লাশি চলাচ্ছেন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত সৈকতের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। যৌথভাবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

NJ
আরও পড়ুন