পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব আয়োজনে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বেলা ১২টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের উপর এভাবে প্রকাশ্যে হামলা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের উপর এভাবে প্রকাশ্যে হামলা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু আক্ষেপ করে বলেন, আমরা কেউই নিরাপদ নয়, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের নিরাপত্তা বুঝে আপনাদেরকে চলতে হবে। কারণ সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি। পুরো পরিবারকে হত্যা করেছে। তাই আপনাদের কিছু হলে আপনাদের পরিবার অসহায় হয়ে যাবে।
তিনি প্রশাসনের প্রশংসা করে আরো বলেন, ইতোমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রাসেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ূন কবির ও মেজবাহ্ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক ফরিদ উদ্দিন রিপু, এস কে রঞ্জন, মো. নুরুল আমিন ও নীল রতন কুণ্ডু নিলয় প্রমুখ।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলাপাড়া উপজেলায় কর্মরত সল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
