ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছুটির দিনে কুয়াকাটায় ঢেউ উপভোগে উৎসব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
সাপ্তাহিক ছুটির দিনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নেমেছে পর্যটকের ঢল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জিরো পয়েন্টসহ সৈকতের বিভিন্ন স্থানে ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন।
 
পর্যটকদের ভিড়ে জমে উঠেছে বেচাকেনাও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কয়েকদিন পর্যটক শূন্য থাকার পর আজ বিক্রি ভালো।
 
ঢাকা থেকে আসা রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যে কুয়াকাটার বড় ঢেউ অসাধারণ লাগছে। 
 
 
হোটেল-মোটেল মালিকদের মতে, বীচ-সংলগ্ন হোটেলে শতভাগ এবং শহরের হোটেলে ৫০-৬০% বুকিং হয়েছে। এতে স্থানীয় অর্থনীতিতে প্রাণ ফিরেছে।
 
ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সতর্ক থাকতে বলা হচ্ছে।
 
স্থানীয়রা জানান, বর্ষার বিশাল ঢেউ এখন কুয়াকাটার বাড়তি আকর্ষণ। ছুটির দিনে সেই ঢেউ উপভোগে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সমুদ্রপাড়ে।
NJ