ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লাভলুকে পুনর্বহালের দাবিতে ভান্ডারিয়ায় বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব পদে গাজী ওয়াহিদুল লাভলুকে পুনর্বহালের দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভান্ডারিয়া সরকারি কলেজের সামনে থেকে উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন ভাণ্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হাওলাদার।
এতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- ভান্ডারিয়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আজাদ জোমাদ্দার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জনি আকন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল খলিফা, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. মিজানুর রহমান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল বেপারী প্রমুখ।
 
এর আগে পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে হট্টগোলকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে।
NJ
আরও পড়ুন