ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 
 
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
 
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে সমর্থকদের ভোট দিতে বাঁধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন তিনি। 
সিইসি আরও বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
 
বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 
 
এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, প্রতিটি জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, র‌্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বরিশাল  জেলা ও বিভাগের নির্বাচন কার্যলয়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
NJ
আরও পড়ুন