‘হাঁস’ প্রতীক পেলেন রুমিন ফারহানা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নিজের কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীকই পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার ভোটার, কর্মী ও সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমার নির্বাচনি এলাকায় ছোট ছোট বাচ্চারাও ‘হাঁস মার্কা’ বলে চিৎকার করে। তাই এই প্রতীকটি কেবল আমার নয়, এটি সাধারণ ভোটারদের প্রতীকে পরিণত হয়েছে।’

এ সময় নিজের ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ টেনে ভোট চুরির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘আমার শখের পালন করা হাঁস যখন চুরি হয়েছিল, আমি চোরকে ছেড়ে দিইনি। মামলা করে তাকে জেলে পাঠিয়েছি। ঠিক তেমনি, নির্বাচনে যদি কেউ আমার এই ‘হাঁস’ প্রতীক বা জনগণের ভোট চুরি করার চিন্তা করে, তবে আমি তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেব।’

নিজের নির্বাচনি পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তবে এলাকার উন্নয়ন হবে তাদের চাহিদা অনুযায়ী। আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।’

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

FJ
আরও পড়ুন