কুমিল্লায় পৃথক অভিযানে  ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ  ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (২৬ এপ্রিল) র‌্যাব-১১, সিপিসি-২  এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বানাশুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. এমরান (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে বানাশুয়া এলাকা থেকে সাইফুল (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. এমরান (৪৬) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ফুলদি গ্রামের মো. সিরাজ এর ছেলে এবং সাইফুল (৩০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বানাশুয়া গ্রামের শাহজাহান এর ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। 

FJ