ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ যুবদল নেতা আটক

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:১২ পিএম

টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোস্ট এলাকায় ১ লাখ ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আটক মোহাম্মদ ইকরাম (২৯), টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলার বাসিন্দা মো. রবিউল হোছেনের ছেলে এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৬ নম্বর সাংগঠণিক ওয়ার্ড যুবদলের আহবায়ক।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়ার ৬৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদ পাওয়া যায়। তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যগণ মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা পিছনে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে আরোহী পড়ে যায়। পরবর্তীতে টহলদল আকরামের কাছে রক্ষিত ব্যাগ থেকে ১ লাখ  ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ইয়াবাগুলো টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে ৬৪ বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা এবং মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

AA/AHA
আরও পড়ুন