চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামের যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাখাওয়াত হোসেন রিপন মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রিপন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনার তিনি মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে রোববার সকাল ৯ টায় তিনি মারা যান।
মঠবাড়িয়ায় বাবা হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার