ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টিনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানজি (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
 
নিহত তানজি ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
 
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২ সপ্তাহ আগে বাসার টিনের ছাদে শুকাতে দেওয়া মরিচ নামাতে ওঠে তানজি। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন বলেন, একটা সম্ভাবনাময় জীবন এভাবে ঝরে যাওয়াটা সত্যিই হৃদয়বিদারক। তানজির পিতা মোহাম্মদ বাপ্পি পেশায় একজন দিনমজুর। পরিবারটি মূলত সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা হলেও জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভা এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিল। দরিদ্র এই পরিবারে এ ঘটনা যেন নেমে এসেছে চরম অন্ধকার।
 
এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়রা বলছেন, সচেতনতা আর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হলে হয়তো এ মৃত্যু এড়ানো যেত। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
NJ
আরও পড়ুন