কক্সবাজারের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে সফল অভিযান চালিয়ে আসছে। এসব ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরায় ১৬০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ১