শ্বশুর বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৫৭ এএম

নারায়ণগঞ্জে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রূপগঞ্জ উপজেলার সভাপতি তানজির আহাম্মেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রূপসীর সুইচগেইট এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ  জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট রাত থেকে গা ঢাকা দেন তানজির আহাম্মেদ খান রিয়াজ। বৃহস্পতিবার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানতে পারেন রিয়াজ তার শ্বশুর বাড়ির এলাকায় আছেন। তারা ওই বাড়ির সামনে জড়ো হয়ে চারপাশ ঘিরে রেখে থানা খবর পাঠায়। রাত ৯টার দিকে পুলিশ গিয়ে রিয়াজকে গ্রেপ্তার  করার সময় তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রনির নেতৃত্বে এক অংশের লোকজন রিয়াজকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হন ছয় নেতাকর্মী। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করলে পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ছাত্র-জনতার আন্দোলনে একাধিক ব্যক্তিকে হত্যার ঘটনায় রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় রিয়াজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কয়েক বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। শুক্রবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

RA/FI