সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সিলেট নগরের উপশহর এলাকা থেকে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাক আহমদ (৫৫) সিলেটের মহিমপুর এলাকার মৃত মঈন উদ্দিন ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ এর একটি অভিযানিক দল এক খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মোস্তাক আহমদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
