ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘন কুয়াশা 

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ভোর ৬টা থেকে এসব রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া একই কারণে আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিমগঞ্জ নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৭টি ফেরি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এসব রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন ফেরিতে আটকাপড়া যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। এছাড়া নদীর দুই পাড়েও আটকে আছে অনেক যান।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার মধ্যরাত ৩টা থেকে কুয়াশার কারণে তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে সকাল ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৭টি ফেরি। 

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

AHA/KK
আরও পড়ুন