নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ এবং সাদীপুর ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে সাদীপুর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের যেকোনো সমস্যা সমাধানের জন্য সর্বদা পাশে আছি। ইউনিয়নবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি।
গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে রমজান আলী প্রধানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রমজান আলী আমগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আলীর ছেলে।
