ময়মনসিংহে অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে চালকরা অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে। যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

ময়মনসিংহ শহরে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছেন চালক ও মালিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২৭ জানুয়ারি) ভোর থেকে শহরে অটো চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে নগরের ‘রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে’প্রতিবাদ সমাবেশ করে চালক ও মালিকরা  অটোরিকশা চলাচলের বন্ধ ঘোষণা দেয়।

সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন রুটে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক বন্ধ রয়েছে। শহরের রাস্তাঘাটে কোথায় কোনো যানজট দেখা যায়নি। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এতে করে ভোগান্তিতে পড়ছেন অটো যাতায়াতকারীরা।

ভুক্তভোগী কলেজশিক্ষক জোবায়ের বলেন, আমি সিটি করপোরেশনের বর্ধিত নতুন ওয়ার্ড শম্বুগঞ্জে একটা কলেজে লেকচার হিসেবে আছি। প্রতিদিন শহর থেকে অটোতে করে কলেজে যাই হঠাৎ অটো বন্ধ হয়ে যাওয়াতে আমি পড়েছি বিপদে।

তবে যাদের ব্যক্তিগত মোটরসাইকেল-গাড়ি রয়েছে তারা বলছেন স্বস্তির কথা।

ব্যবসায়ী আজহারুল হক বলেন, আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করি। একটা সিটিতে অটো যে কতটা যন্ত্রণাদায়ক তা আমরা জানি। আজকে রাস্তায় বের হওয়ার পর মনে হচ্ছে সত্যি একটা সিটিতে রয়েছি, রাস্তায় কোনো যানজট নেই।

এর আগে, গত ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এ সময় কর্মবিরতি শেষে অটোচালকরা অবিলম্বে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকা রোববার ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অটোচালকরা।

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে। যা সোমবার  থেকে কার্যকর হয়েছে।

RA
আরও পড়ুন