দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
একই সাথে ইসলামি দলগুলোকে মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতীকে আগামী নির্বাচনে অংশ নেয়া কথাও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব এই কথা বলেন।
খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশ থেকে বাতিল হচ্ছে ফ্যাসিবাদ শেখ হাসিনা। আওয়ামী লীগ ছাড়া সকল দলের সাথে ঐক্য গড়তে খেলাফত মজলিস প্রস্তুত আছে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
