চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শনে করেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী। পরিদর্শনকালে, সুইডিশ কোম্পানি নীলর্নের বাংলাদেশ ইউনিট নিলর্ন বাংলাদেশ লিমিটেড সেখানে একটি কারখানা স্থাপনের জন্য বিএসইজেড কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আগত বিনিয়োগকারীদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। এ সময় বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন।
পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।
