ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভিডিও ভাইরাল

বই দেখে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে বই দেখে এসএসসি পরীক্ষা দেওয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর এনিয়ে সমালোচনা ঝড় উঠেছে।

১০ এপ্রিল উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকদের সহায়তায় বই দেখে বাংলা প্রথমপত্র পরীক্ষায় লিখতে দেওয়ার এ অভিযোগ উঠেছে।

পরিক্ষা কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন, ওইদিন যে শিক্ষকরা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আমার কাছে স্বীকার করেছেন ভিডিওটি অনেক আগের। মঙ্গলবারের পরীক্ষা নিয়ম মেনেই নেওয়া হয়েছে।

কালিহাতী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর বলেন, আমি এখানে নতুন এসেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্র সচিব।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, আজকে সকালেই বিষয়টি জেনেছি। কালিহাতীর ইউএনওকে সেখানে পাঠিয়েছিলাম। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

RA/SN
আরও পড়ুন