গোপালগঞ্জে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শিমুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শিমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার শিমুল ‘শেখ রাসেল শিশু কিশোর’ পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
