ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীনগরে নববধূর রহস্যজনক মৃত্যু 

আপডেট : ১৭ মে ২০২৫, ১০:১৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে আছিয়া আক্তার সেলিনা (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  শনিবার বিকেলে শ্রীনগর থানার পুলিশ ওই নববধূর মরদেহটি তার স্বামীর বাড়ির ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ দিন আগে লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকার তোতা মিয়ার মেয়ে আছিয়া আক্তার সেলিনার সাথে শ্রীনগর উপজেলার উত্তর বালাসুরের নুর আলমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় আছিয়ার রহস্যজনক মৃত্যুতে এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা সবাই পলাতক রয়েছেন।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা গৃহবধূর মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছি। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।’

MMS
আরও পড়ুন