জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র রাজবাড়ীতে জুলাই পদযাত্রা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগমের আশা করছেন জেলার নেতারা।
এদিকে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের রাজবাড়ীতে আগমন উপলক্ষে শহরের প্রধান সড়ক ব্যানার ফেস্টুন ও প্লাকার্ডে ছেয়ে গেছে।
জানা যায়, জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতারা রাজবাড়ী জেলা শহরের রেলগেটে পথসভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
প্রধান বক্তা হিসেবে থাকবেন, দলটির সদস্য সচিব আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, রাজবাড়ীর জুলাই পদযাত্রা সফল করতে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি এই প্রোগ্রামে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে এবং এই প্রোগ্রাম সফল করতে আমাদের কোন বাধা বিপত্তি নাই নাই। রাজবাড়ীর পথসভায় দলটির শীর্ষ পর্যায়ের সকল নেতারা উপস্থিত থাকবেন।
