টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম।
সোমবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের দরবার হলে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
একই সভায় চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও আসামি গ্রেপ্তার করায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. জুযেয়ল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) মির্জাপুর থানা ও টাঙ্গাইল জেরা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল, পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া চাঞ্চল্যকর খুনের রহস্য উৎঘাটন ও দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মো. জুয়েল রানা বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পুলিশ প্রশাসনে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাদের দায়িত ও কর্তব্যকে আরও প্রশারিত করে দিয়েছে।
জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে কটাক্ষ, অফিস সহকারীকে শোকজ