টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উৎপাত ও ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) সাথে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে মির্জাপুর ইউএনও এবিএম আরিফুল ইসলামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ইউএনও বলেন- বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থী-শিক্ষকদের যথাসময়ে ও নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছাড়াও সন্ধ্যার পর বাইরে চলাফেরা নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়া প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের ইভটিজিং বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অভিভাবক সমাবেশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার ওপর জোর দিতে হবে।
