ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাগরপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিক নামক প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট রাখার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকটি লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া তেবাড়িয়ার রাজ ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রিয়েজেন্ট ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, ডা. রাকিবুল ইসলাম লিন ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম।

ডা. হাফিজুর রহমান অনুমোদনহীন এসব ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

JMR
আরও পড়ুন