ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাজিরায় ভাঙাচোরা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

শরীয়তপুরের জাজিরা পৌরসভার মৌলভীকান্দী মতিসাগর এলাকায় একটি ভাঙাচোরা বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

স্থানীয় বাজার, স্কুল, মসজিদসহ জরুরি কাজে যেতে এই সাঁকোই ভরসা জাজিরা পৌরসভার অন্তত ৩টি ওয়ার্ডের বাসিন্দাদের।

জানা যায়, বহুদিন ধরে সাঁকোটি সংস্কার হয়নি। ফলে এটি এখন অত্যন্ত দুর্বল ও নড়বড়ে হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য সাঁকো পারাপার যেন আতঙ্কের আরেক নাম।

এক বয়স্ক ব্যক্তি জানান, প্রতিদিন বাজারে যেতে হয়। কিন্তু সাঁকো দিয়ে হাঁটতে খুব ভয় লাগে। কখন পা পিছলে পানিতে পড়ে যাই, বলা যায় না।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল ইসলাম মৃধা বলেন, দীর্ঘদিন ধরে এই সাঁকো দিয়ে ৩টি ওয়ার্ডের শতশত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। অতি দ্রুত এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণ করা অত্যাবশ্যক।

তাদের অভিযোগ, নিয়মিত চলাচল সত্ত্বেও এখনো পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও ভয়ংকর হয়ে ওঠে।

এ বিষয়ে জাজিরা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাহজেদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অস্থায়ী সেতু নির্মাণসহ বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীরা অতি দ্রুত একটি টেকসই ও কংক্রিট সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

NJ