ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেতুতে উঠতে ‘বাঁশের সাঁকো’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার কেশরঘাট এলাকায় সতী নদীতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতু। এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়ক নির্মাণ করেনি। তাই সেতু পার হতে এলাকাবাসী বাঁশ দিয়ে নির্মাণ করেছে সাঁকো।

স্থানীয়রা জানায়, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কেশরঘাটে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সুফল মিলছেনা। সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হলে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হবে।

খুনিয়াগাছ ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম (৫৫) বলেন, কেশরঘাট হয়ে জেলা শহরে যেতে যুগের পর যুগ বাঁশের সাঁকো ব্যবহার করে পারাপার হতে হতো। জনগণের ভোগান্তি নিরসনে সেতু নির্মাণ হলেও যাতায়াতের উপযোগী না হওয়ায় ভোগান্তি শেষ হয়নি।

জেলা শহর থেকে কেশরঘাট হয়ে বাড়ি ফেরা মাসুক ইসলাম (৩০) বলেন, এক বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সেতু নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহাজামাল বলেন, নির্ধারিত সময়ে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে ভূমি জটিলতায় সংযোগ সড়কের কাজ হয়নি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান হাসান (পিএমপি) বলেন, সম্প্রতি ভূমি জটিলতার সমাধান হয়েছে। সংযোগ সড়কের কাজ দ্রুতই শুরু হবে।

IL