ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার (১২ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল স্বাভাবিক করে।

এর আগে, রোববার ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। তিনি আরও জানান, বর্তমানে এই রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

 

NB/SN
আরও পড়ুন