গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার কেন্দ্রের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাজার ও আশপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, দলের নির্দেশনা পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন নির্বাচনি এলাকায় উঠান বৈঠক এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছি। পাশাপাশি ধানের শীষের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। আমি যেখানেই যাচ্ছি প্রার্থী হিসেবে ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট হোক ধানে শীষের পক্ষে- দলের এই ম্যাসেজ আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে।
লিফলেট বিতরণের সময় ভাওয়ালগড় ইউনিয়নের বিএনপি নেতাকার্মীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
গনপদ্দীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ 